flag

flag
Dooars Day, Ours Day.

উদযাপন কমিটির সভা

 উদযাপন কমিটির সভা; ১০ই জানুয়ারী ২০২১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত

নাগরাকাটা, ১০ জানুয়ারি: ‘ডুয়ার্স ডে’ উপলক্ষ্যে রবিবার নাগরাকাটায় সভা করলেন উদযাপন কমিটির সদস্যরা। ১৪ জানুয়ারি ডুয়ার্স ডে। বৈঠকে দিনটিকে সামনে রেখে ১৩ জানুয়ারি একটি পদযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই মিছিলে সমস্ত ভাষাভাষী ও ধর্মের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ১৪ জানুয়ারি স্থানীয় আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্রে মূল অনুষ্ঠানটি হবে। এছাড়া একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

সংগঠনের সভাপতি পবন পোদ্দার ও সহ সম্পাদক কেয়া বন্দ্যোপাধ্যায় জানান, ১৪ জানুয়ারি  নানা সম্প্রদায়কে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডুয়ার্সের মিশ্র সংস্কৃতির বাসিন্দাদের মধ্যে একতা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করাই এই অনুষ্ঠানের লক্ষ্য।




No comments

" সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।

  " সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।                    -বলাই চন্দ্র দাস। সিদল উত্তর বঙ্গের রাজবংশী সম্প্রদায়ে...

Powered by Blogger.