ডুয়ার্স ডে নাগরাকাটায়
ডুয়ার্স ডে নাগরাকাটায়; ১৪ই জানুয়ারী২০২১; আজকাল পত্রিকায় প্রকাশিত
বানারহাট: নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ১১তম ‘ডুয়ার্স ডে’ উদযাপিত হল। ডুয়ার্সের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে সৌভ্রাতৃত্ব ও একতার বার্তা দিতে ডুয়ার্সের কিছু শান্তিকামী মানুষ ২০১০ সাল থেকে প্রতি বছর ১৪ জানুয়ারি দিনটি বেসরকারিভাবে ‘ডুয়ার্স ডে’ হিসেবে উদযাপন করেন। ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম গোটা ডুয়ার্স জুড়েই এই উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন করা হয় । ডুয়ার্স ডে উদযাপন কমিটির সম্পাদক শুভজিৎ দত্ত জানান, অরাজনৈতিক এই অনুষ্ঠানে ডুয়ার্সে বসবাসকারী নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের জাতি-জনজাতির প্রতিনিধিরা যোগ দিয়েছেন।ডুয়ার্স ডে নাগরাকাটায়; ১৪ই জানুয়ারী২০২১; আজকাল পত্রিকায় প্রকাশিত
বানারহাট: নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ১১তম ‘ডুয়ার্স ডে’ উদযাপিত হল। ডুয়ার্সের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে সৌভ্রাতৃত্ব ও একতার বার্তা দিতে ডুয়ার্সের কিছু শান্তিকামী মানুষ ২০১০ সাল থেকে প্রতি বছর ১৪ জানুয়ারি দিনটি বেসরকারিভাবে ‘ডুয়ার্স ডে’ হিসেবে উদযাপন করেন। ওদলাবাড়ি থেকে কুমারগ্রাম গোটা ডুয়ার্স জুড়েই এই উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন করা হয় । ডুয়ার্স ডে উদযাপন কমিটির সম্পাদক শুভজিৎ দত্ত জানান, অরাজনৈতিক এই অনুষ্ঠানে ডুয়ার্সে বসবাসকারী নানা ভাষাভাষী ও সম্প্রদায়ের জাতি-জনজাতির প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
No comments