flag

flag
Dooars Day, Ours Day.

ডুয়ার্স ডে উদযাপন উপলক্ষ্যে উদবোধন হল ওয়েবসাইট

ডুয়ার্স ডে উদযাপন উপলক্ষ্যে উদবোধন হল ওয়েবসাইট; ১০ ডিসেম্বর ২০১০; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত

কালচিনি, ৯ ডিসেম্বর: বৃহস্পতিবার হ্যামিলটনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ডুয়ার্স ডে উদযাপন উপলক্ষ্যে একটি সভায় ওয়েবসাইট উদবোধন হল। সভায় বিভিন্ন ব্যাক্তিবর্গ ডুয়ার্স ডে উদযাপন বিষয়ে আলোচনা করেন। পরে ব্যবসায়ী  কমিটির সম্পাদক বরুণ মিত্র www.dooarsday.hpage.com ওয়েবসাইটটি উদবোধন করেন। বানারহাট থেকে আগত ডাঃ পার্থপ্রতিম বলেন, যে কেউ ওয়েবসাইটটি খুলে ডুয়ার্স ডে উদযাপন প্রসঙ্গে যাবতীয় তথ্য জানতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন ওদলাবাড়ি উন্নয়ন কমিটির জীবন মিত্র, ডুয়ার্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি রামন কুমার ঝা, রঞ্জিত ঘোষ, নীলমণি বর্মন, কুমারদ্বীপ চৌধুরি প্রমুখ।  



No comments

" সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।

  " সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।                    -বলাই চন্দ্র দাস। সিদল উত্তর বঙ্গের রাজবংশী সম্প্রদায়ে...

Powered by Blogger.