flag

flag
Dooars Day, Ours Day.

রাখি পরিয়ে ডুয়ার্স দিবস


রাখি পরিয়ে ডুয়ার্স দিবস;-অম্লানজ্যোতি ঘোষ; ১৫ জানুয়ারি ২০১১; আজকাল পত্রিকায় প্রকাশিত

অম্লানজ্যোতি ঘোষ :- আলিপুরদুয়ার, ১৪ জানুয়ারি-একে অপরের হাতে রাখি পরিয়ে দিল। হিন্দু মুসলমানকে, মুসলমান হিন্দুকে। রাখি বন্ধনের মাধ্যমে একে অপরের কাছে আসল সবাই। ডুয়ার্সের কনকনে ঠান্ডা ও কুয়াশাকে উপেক্ষা করে জাতি-ধর্ম-বর্ণ-ভাষা-রাজনীতি ভুলে ডুয়ার্সের সর্বত্র ভারতের জাতীয় পতাকা ও নবনির্মিত ডুয়ার্সের পতাকা উত্তোলন করে ১৪ জানুয়ারি ‘ডুয়ার্স দিবস’ পালন করল ডুয়ার্সের মানুষ। অনুষ্ঠানটির উদ্বোধন হয় ১৩ জানুয়ারি জেলা পুলিসের এস পি আনন্দ কুমারের হাত দিয়ে। বিন্নাগুড়িতে উদ্বোধনে হাজির ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমাশাসক রঞ্জনকুমার ঝা। উদযাপন কমিটির পক্ষে ডাঃ পার্থপ্রতিম জানান- "পশ্চিমে ওদলাবাড়ি থেকে পূর্বে কুমারগ্রামের মধ্যে যে ১১ টি ব্লক রয়েছে সবখানেই খুবই উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে দিনটিকে।" বলেন- "রাজনৈতিক কারণে আজ ডুয়ার্স অশান্ত। কেউ ধর্মের ভিত্তিতে, কেউ ভাষার ভিত্তিতে ডুয়ার্সকে ভাগ করার চক্রান্ত করছে। হচ্ছে ঘন ঘন বন্ধ। ক্ষতি হচ্ছে ডুয়ার্সের পর্যটন শিল্পের। ডুয়ার্সে শান্তি-সম্প্রীতি ঐক্য বজায় রাখার জন্য শুক্রবারই একটি রাখি বন্ধন উৎসবের আয়োজন হয়েছে। এ ছাড়া সবধর্মের মানুষের কাছে আবেদন রাখা হয়েছে, সন্ধে ৬- ৭টা তাদের নিজ নিজ ধর্মস্থানগুলিতে বাড়ি, অফিস, ক্লাবে প্রদীপ অথবা মোমবাতি জ্বালানোর।"



No comments

" সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।

  " সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।                    -বলাই চন্দ্র দাস। সিদল উত্তর বঙ্গের রাজবংশী সম্প্রদায়ে...

Powered by Blogger.