flag

flag
Dooars Day, Ours Day.

ডুয়ার্স দিন -অমিত কুমার দে

 


ডুয়ার্স দিন

-অমিত কুমার দে; ১৬ই জানুয়ারী ২০১১; উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় প্রকাশিত

ডাক দিয়ে বাগ্-বাগিচা, নিঝুম বনের মিষ্টি ঝোরা

তিপাই-তিপাই চায়ের বাগান, পাগলী নদী আপন-করা।

চিকরাশি-শাল-সেগুন-শিশু সাজিয়ে তোলে তাদের বাড়ি

বলছে-‘এবার মিলবো সবাই চোদ্দো তারিখ, জানুয়ারি।’


ঢেউ-খেলানো চায়ের বাগান নকশিকাঁথা বুনছে বসে

সঙ্গিনী ওই ছায়াগাছের জীর্ণ পাতা পড়ছে খসে

নতুন খুশি জাগবে প্রাণে, নতুন কুশি, নতুন শাড়ি

গাছ বলছে-‘আসবে কিন্তু চোদ্দো তারিখ, জানুয়ারি।’


শুড় উঁচিয়ে ডাকছে দ্যাখো জংলি বনের বুনো হাতি

শান্ত চোখে তাকায় হরিণ, বাইসনেরা তাদের সাথী।

গন্ডারটি বলছে যেন-‘মিলেমিশেই থাকতে পারি . . .

বিভেদ ভুলে হাত ধরে নাও চোদ্দো তারিখ জানুয়ারি।’



বক মেলে দেয় সফেদ ডানা, আকাশ-নীলে পাহাড় আঁকা

ক্যানভাসে কার নিটোল তুলি- অবাক হয়ে তাকিয়ে থাকা।

পাহাড় বেয়ে কমলালেবু নামছে নিয়ে তম্বী নারী

নীরব ভাষায় বলছে-‘এসো, চোদ্দো তারিখ, জানুয়ারি।’


দোতারারই সঙ্গে মেশে ধামসা মাদল, পাগলা খমক্ . . .

গ্রাম পাহাড় আর বনের থেকে আসছে ভেসে সুরের দমক।

একই সাথে ঠোঁট মেলালো কোচ, রাভা, মেচ, মাড়োয়ারি

মুন্ডা, ওরাওঁ, টোটো, গারো . . . চোদ্দো তারিখ, জানুয়ারি।



রাজবংশী ভাওয়াইয়া গান গাইছে দ্যাখো বাংলাভাষী

কপটবিহীন নেপালী-মন বলছে-‘বন্ধু ভালোবাসি।’

ডুয়ার্স-দিনে শপথ নিলে আর হবে না বাতাস ভারী

ভালোবাসার বীজ বুনে দাও চোদ্দো তারিখ জানুয়ারি।




No comments

" সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।

  " সাগাই হামার বাড়িত আসিয়া যান, শুটকা- সিদল খায়য়া যান"।                    -বলাই চন্দ্র দাস। সিদল উত্তর বঙ্গের রাজবংশী সম্প্রদায়ে...

Powered by Blogger.